HomeBangla Newsবাড়িওয়ালার ‘ধমকে’ গাড়ি চালকের মৃত্যু!

সুখবর আর নয় টাকা দিয়ে বিনামূল্যে ফেসবুক

বাড়িওয়ালার ‘ধমকে’ গাড়ি চালকের মৃত্যু!

file-9

রাজধানীর মেরুল বাড্ডায় বাড়িওয়ালার ধমকে আছর আলী নামে এক ভাড়াটিয়ার নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, দুপুরে তার বাবার সঙ্গে বাড়িওয়ালার কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে বাড়িওয়ালা ধমক দিলে তার বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডেক্যাল হাসপতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আছর আলী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৃত দলিল উদ্দিন সরকারের ছেলে। বর্তমানে বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৪ নাম্বার সড়কের ১৭ নং বাড়ির ৪র্থ তলায় ভাড়া থাকতেন।

বাড্ডা থানার এসআই মিজানুর রহমান জানান, অভিযোগ থাকায় নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

ভিডিও link: প্লিজ ১৮ এর নিচে কেউ (ভিডিওটি) দেখবেন না ভিডিও দেখতে ক্লিক করুন

যে কোন নাটক, মুভি,ভিডিও Free ডাউনলোড খুব সহজেই

About Author (507) 45 Views

Related Posts

[X Close Ads বিঙ্গাপন কাটুন]
Loading...