HomeBangla Newsস্তন দিয়ে ট্রাম্পের ছবি আঁকলেন এক নারী ভিডিওসহ

সুখবর আর নয় টাকা দিয়ে বিনামূল্যে ফেসবুক

স্তন দিয়ে ট্রাম্পের ছবি আঁকলেন এক নারী ভিডিওসহ

444

ওয়াশিংটন, ১০ মার্চ- নিজের স্তন দিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের একটি পোট্রেট এঁকেছেন কানাডার নারী চিত্রশিল্পী ড্যাভিশন।

তিনি ট্রাম্পকে বর্ননা করেছেন ইন্টারনেট জগতের সবচেয়ে বড় বোকা বলে। ড্যাভিশন ব্রাশের ব্যবহার ছাড়া শুধুমাত্র স্তন দিয়েই এঁকেছেন ওই ছবি। ছবিটি আঁকার প্রক্রিয়া ভিডিও করে তা আপলোড করা হয়েছে ইউটিউবে। আপলোডকৃত ভিডিওটির শুরুতেই ড্যাভিশন বলেন, ইন্টারনেট জগতে ট্রাম্প কেন সবচেয়ে বড় বোকা তা যদি আপনি বুঝতে না পারেন তবে আপনি হয়তো তাকে ভোট দিতে যাচ্ছেন।

গত বছর তিনি কেইনি ওয়েস্টের ছবি এঁকেছিলেন উল্লেখ করে বলেন, এ বছর সবচেয়ে বড় বোকা প্রার্থি ডোনাল্ড ট্রাম্প। ছবিটি এখন অনলাইনে নিলামে তোলা হয়েছে। অনলাইনে নিলামে তোলার ওয়েবসাইট ৩২অকশন.কমে ইতোমধ্যে ছবিটির জন্য ১৪ জন দর প্রস্তাব করেছেন।

সর্বোচ্চ দর উঠেছে ২১১ ডলার। আগামী ১৬ মার্চ পর্যন্ত দর প্রস্তাব দেওয়া যাবে। এ থেকে আয়কৃত অর্থের বেশিরভাগটাই দেওয়া হবে আমেরিকান ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশনে।

ভিডিও link: প্লিজ ১৮ এর নিচে কেউ (ভিডিওটি) দেখবেন না ভিডিও দেখতে ক্লিক করুন

যে কোন নাটক, মুভি,ভিডিও Free ডাউনলোড খুব সহজেই

About Author (494) 1122 Views

Related Posts

[X Close Ads বিঙ্গাপন কাটুন]
Loading...