Breaking News
BDLove99.Com
Home / Bangla News / Sport News / মুস্তাফিজও খেলছেন না দ্বিতীয় ওয়ানডে?

মুস্তাফিজও খেলছেন না দ্বিতীয় ওয়ানডে?

Click Here :- New নাটক, মুভি,গানভিডিও ডাউনলোড করুনখুব সহজেই. [Visit Now]

মুশফিকুর রহিম দ্বিতীয় ওয়ানডেতে খেলছেন না সেটা নিশ্চিত করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে! তাই নেলসনে বৃহস্পতিবার বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ফিজিওর পরামর্শেই বৃহস্পতিবার বিশ্রাম দেওয়া হতে পারে ‘কাটার মাস্টারকে’। চোট কাটিয়ে সদ্য ফেরায় তাকে টানা খেলাতে রাজি নন ফিজিও। মুস্তাফিজের পরিবর্তে দলে আসতে পারেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শুভাশিস রায়।

বুধবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মুশফিক খেলতে পারছে না। এই মুহূর্তে মনে হচ্ছে দুই সপ্তাহ সময় লাগবে তার। আগে ওকে পেলে সেটি হবে বোনাস।’

হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে পড়া মুশফিকের জায়গায় ওয়ানডে অভিষেক হবে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত শুধু ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তরুণ।

হাথুরুসিংহে বলেন, ‘সোহান আসছে। ব্যাটিংয়ে যে কারও মতোই ভালো সে। আমি অবশ্যই বলছি না সে মুশফিকের মতোই ভালো। খুব বেশি ম্যাচও খেলেনি। তবে ওর ওপর আস্থা আছে আমাদের।’

এ ছাড়া ফর্মহীনতায় বাদ পড়ার শঙ্কায় সৌম্য সরকার। তার পরিবর্তে লেগ স্পিনার তানভীর হায়দার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হতে পারেন।

সৌম্যকে বাদ দেওয়ার আভাস দিয়েছেন স্বয়ং কোচ। হাথুরুসিংহে বলেন, ‘পারফর্ম না করলে সবার জন্যই সুযোগটা সীমিত। নিজের সময় সে নিজেই অপচয় করছে। সে রান করতে না পারলে কেবলই সময়ের ব্যপার যে আমরা বিকল্প দেখব!’

নেলসনের স্যাক্সটন ওভালে বৃহস্পতিবার জয় ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা। ম্যাচ শুরু হবে যথারীতি  বাংলাদেশ সময় ভোর ৪টায়। একই মাঠে তৃতীয় ওয়ানডে ৩১ ডিসেম্বর। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে

About Abir

Check Also

182790_144

কিউইদের চেপে ধরেছে টাইগাররা (LIVE) দেখুন এখানে!

নেলসনে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ভালোই চেপে ধরেছে টাইগার বোলাররা। ৪৭ রানের মধ্যে তাদের টপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

[X Close Ads বিঙ্গাপন কাটুন]
Loading...